ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ২২৮ Time View

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’র সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। মো. মাহবুবুল আলম সংগঠনটির ২৪তম সভাপতি হিসেবে ২০২৩-২৫ মেয়াদে দেশের ব্যবসায়ীদের নেতৃত্ব দেবেন।

এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির ও এফবিসিসিআইর বর্তমান সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বর্তমানে এফবিসিসিআই সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন- সুনামগঞ্জ চেম্বারের খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বারের যশোদা জীবন দেবনাথ।

সোমবার নির্বাচনের পর বুধবার বিকেলে এক অনুষ্ঠানে নতুন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।

নির্বাচিত হয়ে নতুন সভাপতি মাহবুবুল আলম আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আজ থেকে আমাদের কথা ও দাবি হবে এক। মাথায় রাখতে হবে, দিনশেষে আমরা সবাই ব্যবসায়ী। বর্তমান সভাপতির বিজনেস সামিট আয়োজনের প্রশংসা করে তিনি আগামী বছরও বিজনেস সামিট করার ঘোষণা দেন।

এ সময় বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সামনে নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের নানারকম চ্যালেঞ্জ রয়েছে। তাই আমাদের এফবিসিসিআই বোর্ডকে একটি ফ্যামিলির মতো করে চালাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কে.এম.এন মঞ্জুরুল হক ও মো. শামসুল আলম।

উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই’র নির্বাচন হয়। ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামে দুটি প্যানেল খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়। এতে সম্মিলিত পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হন। বুধবার নির্বাচিত পরিচালক ভোট দিয়ে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ৬ জন সহসভাপতি নির্বাচন করা হয়।

Please Share This Post in Your Social Media

এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম

স্টাফ রিপোর্টার
Update Time : ১২:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’র সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। মো. মাহবুবুল আলম সংগঠনটির ২৪তম সভাপতি হিসেবে ২০২৩-২৫ মেয়াদে দেশের ব্যবসায়ীদের নেতৃত্ব দেবেন।

এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির ও এফবিসিসিআইর বর্তমান সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বর্তমানে এফবিসিসিআই সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন- সুনামগঞ্জ চেম্বারের খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বারের যশোদা জীবন দেবনাথ।

সোমবার নির্বাচনের পর বুধবার বিকেলে এক অনুষ্ঠানে নতুন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।

নির্বাচিত হয়ে নতুন সভাপতি মাহবুবুল আলম আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আজ থেকে আমাদের কথা ও দাবি হবে এক। মাথায় রাখতে হবে, দিনশেষে আমরা সবাই ব্যবসায়ী। বর্তমান সভাপতির বিজনেস সামিট আয়োজনের প্রশংসা করে তিনি আগামী বছরও বিজনেস সামিট করার ঘোষণা দেন।

এ সময় বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সামনে নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের নানারকম চ্যালেঞ্জ রয়েছে। তাই আমাদের এফবিসিসিআই বোর্ডকে একটি ফ্যামিলির মতো করে চালাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কে.এম.এন মঞ্জুরুল হক ও মো. শামসুল আলম।

উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই’র নির্বাচন হয়। ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামে দুটি প্যানেল খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়। এতে সম্মিলিত পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হন। বুধবার নির্বাচিত পরিচালক ভোট দিয়ে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ৬ জন সহসভাপতি নির্বাচন করা হয়।