ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনা পরিবহনের ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড়

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৫:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১৭৯ Time View

সিলেটে এনা পরিবহণের প্রায় ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড় নিয়েছে। যে সিএনজি চালিত অটোরিকশা চালককে বিশ্বাস করে এতোদিন টাকা নিয়ে যাতায়াত করতেন, তিনিই এই ঘটনার সাথে জড়িত- এমনটাই সন্দেহ করছে পুলিশ। ফলে আটক করা হয়েছে তাকে। আটককৃত ওই সিএনজি অটোরিকশা চালকের নাম শাহ আলম। তার বাড়ি সুনামগঞ্জে। তিনি বর্তমানে কদমতলী এলাকায় বসবাস করে আসছেন।

সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আকিকুর রহমান ফরহাদ নামে অভিযুক্ত আরেকজনের বাড়িতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী জানান, আমরা ধারণা করছি সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। তাকে এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এনা পরিবহণের ১২ লাখ ৪০ হাজার টাকা ডাকাতি হয়।

পুলিশ জানায়, কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন ওই টাকা নিয়ে তাদের পূর্ব পরিচিত শাহ আলমের সিএনজি অটোরিকশায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা ডাকাতির করে এ টাকা নেয়।

ঘটনার পর এনা পরিবহণের সিলেট বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম রুকন বাদী হয়ে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

এনা পরিবহনের ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড়

সিলেট প্রতিনিধি
Update Time : ০৫:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সিলেটে এনা পরিবহণের প্রায় ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড় নিয়েছে। যে সিএনজি চালিত অটোরিকশা চালককে বিশ্বাস করে এতোদিন টাকা নিয়ে যাতায়াত করতেন, তিনিই এই ঘটনার সাথে জড়িত- এমনটাই সন্দেহ করছে পুলিশ। ফলে আটক করা হয়েছে তাকে। আটককৃত ওই সিএনজি অটোরিকশা চালকের নাম শাহ আলম। তার বাড়ি সুনামগঞ্জে। তিনি বর্তমানে কদমতলী এলাকায় বসবাস করে আসছেন।

সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আকিকুর রহমান ফরহাদ নামে অভিযুক্ত আরেকজনের বাড়িতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী জানান, আমরা ধারণা করছি সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। তাকে এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এনা পরিবহণের ১২ লাখ ৪০ হাজার টাকা ডাকাতি হয়।

পুলিশ জানায়, কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন ওই টাকা নিয়ে তাদের পূর্ব পরিচিত শাহ আলমের সিএনজি অটোরিকশায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা ডাকাতির করে এ টাকা নেয়।

ঘটনার পর এনা পরিবহণের সিলেট বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম রুকন বাদী হয়ে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।