ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির ৫ নেতার পদত্যাগ

ফেনী প্রতিনিধি
  • Update Time : ০৮:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৪৬ Time View

মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলীয় সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখার পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান তারা।

পদত্যাগ করা পাঁচজন হলেন- এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাই যোদ্ধা ওমর ফারুক শুভ, সহসাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।

ওমর ফারুক শুভ তার পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে জমা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ওমর ফারুক শুভ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা দীর্ঘদিন এক সঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে নেতারা জানান, আপাতত তারা কোনো দলেই যোগ দিচ্ছেন না এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকবেন।

জানতে চাইলে ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক বলেন, পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এনসিপির ৫ নেতার পদত্যাগ

ফেনী প্রতিনিধি
Update Time : ০৮:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখার পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান তারা।

পদত্যাগ করা পাঁচজন হলেন- এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাই যোদ্ধা ওমর ফারুক শুভ, সহসাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।

ওমর ফারুক শুভ তার পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে জমা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ওমর ফারুক শুভ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা দীর্ঘদিন এক সঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে নেতারা জানান, আপাতত তারা কোনো দলেই যোগ দিচ্ছেন না এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকবেন।

জানতে চাইলে ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক বলেন, পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।