ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
গণতান্ত্রিক সংস্কার জোট

এনসিপির নেতৃত্বে নতুন নির্বাচনী জোটের যাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২৪ Time View

আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট।

আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ জোট আত্মপ্রকাশ করে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

নতুন এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট হবে বলে অনুষ্ঠানে নাহিদ ইসলাম ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি। আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়েছি। আমরা ঘোষণা করছি জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা প্রাথমিকভাবে তিনটি দল আজ এখানে হাতে হাত মিলিয়েছি।’

‘এখান থেকে আমরা আহ্বান করছি যে, পুরোনো রাজনীতি দিয়ে পুরোনো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় না। নতুনরা নতুনভাবে নতুন ভাষায় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা পেয়েছি,’ বলেন নাহিদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আজকের আনুষ্ঠানিক ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। আমরা গণভোটের পক্ষে জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করব।’

‘সংস্কারকে প্রধান রেখে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আমরা এই দলগুলো হয়েছি। নির্বাচনেও আমরা একসঙ্গে অংশগ্রহণ করব,’ বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

গণতান্ত্রিক সংস্কার জোট

এনসিপির নেতৃত্বে নতুন নির্বাচনী জোটের যাত্রা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৭:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট।

আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ জোট আত্মপ্রকাশ করে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

নতুন এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট হবে বলে অনুষ্ঠানে নাহিদ ইসলাম ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি। আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়েছি। আমরা ঘোষণা করছি জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা প্রাথমিকভাবে তিনটি দল আজ এখানে হাতে হাত মিলিয়েছি।’

‘এখান থেকে আমরা আহ্বান করছি যে, পুরোনো রাজনীতি দিয়ে পুরোনো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় না। নতুনরা নতুনভাবে নতুন ভাষায় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা পেয়েছি,’ বলেন নাহিদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আজকের আনুষ্ঠানিক ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। আমরা গণভোটের পক্ষে জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করব।’

‘সংস্কারকে প্রধান রেখে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আমরা এই দলগুলো হয়েছি। নির্বাচনেও আমরা একসঙ্গে অংশগ্রহণ করব,’ বলেন তিনি।