ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার ও সাংবাদিকদের প্রতিবাদ

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৮:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ২৬ Time View

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এরপর সাংবাদিকরা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য-সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকের সামনে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস নিউইয়র্ক যান। নয় দিনের সফর শেষে তিনি ও তার সফরসঙ্গীরা বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় ফেরেন।

এই সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে-আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সদস্য মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হুমায়ুন কবির। এ সময় আখতার ও জারাকে স্বাগত জানাতে ফুল ও স্লোগান নিয়ে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। এতে সাংবাদিকদের প্রশ্নোত্তর ব্যাহত হয়।

এক সাংবাদিক স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করলে কয়েকজন এনসিপি কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর সাংবাদিকরা সিদ্ধান্ত নেন আখতার ও জারার সংবাদ সম্মেলনে অংশ নেবেন না।

এ বিষয়ে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, সংবাদ সম্মেলনে দেশের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু নেতাকর্মীদের আচরণের ঘটনায় সাংবাদিকরা বর্জনের সিদ্ধান্ত নেন। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন।

মুরসালীন আরও জানান, আখতার হোসেনসহ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম সদস্য-সচিব মুশফিক উস সালেহীন ইতোমধ্যেই সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জড়িত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি

Please Share This Post in Your Social Media

এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার ও সাংবাদিকদের প্রতিবাদ

রাজনীতি ডেস্ক
Update Time : ০৮:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এরপর সাংবাদিকরা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য-সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকের সামনে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস নিউইয়র্ক যান। নয় দিনের সফর শেষে তিনি ও তার সফরসঙ্গীরা বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় ফেরেন।

এই সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে-আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সদস্য মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হুমায়ুন কবির। এ সময় আখতার ও জারাকে স্বাগত জানাতে ফুল ও স্লোগান নিয়ে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। এতে সাংবাদিকদের প্রশ্নোত্তর ব্যাহত হয়।

এক সাংবাদিক স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করলে কয়েকজন এনসিপি কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর সাংবাদিকরা সিদ্ধান্ত নেন আখতার ও জারার সংবাদ সম্মেলনে অংশ নেবেন না।

এ বিষয়ে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, সংবাদ সম্মেলনে দেশের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু নেতাকর্মীদের আচরণের ঘটনায় সাংবাদিকরা বর্জনের সিদ্ধান্ত নেন। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন।

মুরসালীন আরও জানান, আখতার হোসেনসহ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম সদস্য-সচিব মুশফিক উস সালেহীন ইতোমধ্যেই সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জড়িত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি