এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে : মঈন খান

- Update Time : ০৭:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৪ Time View
সরকার আর এনজিও আলাদা বিষয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘এনজিওর মতো কিংবা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা তৈরি হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে সবকিছুতে জনগণের মতামত থাকতে হবে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে গবেষণা-প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘এনজিও জনগণের একটি অংশ নিয়ে কাজ করে। সব জনগণ নিয়ে তাদের কাজ না। আর করপোরেট প্রতিষ্ঠানের কাজ মুনাফা অর্জন করা। গণতন্ত্রে বিশ্বাস করলে সব জনগণের মতামত থাকতে হবে।’
বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হতে দেখলাম; কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন ডলারের অবমূল্যায়ন ঠেকাচ্ছে? টাকা শক্তিশালী হলে ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়বে।’
এ সময় দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নীতিনির্ধারক।
সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, ‘গত জুলাইয়ের ২ বছর আগে থেকেই আমরা সংস্কার নিয়ে কাজ করছি। এটা একটি চলমান প্রক্রিয়া।’
পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, পিআরআইয়ের অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়