ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নোয়াখালীতে বামনী নদীর ভাঙন রোধে ক্লোজার নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন এতো হত্যাকাণ্ডের পর আ.লীগ ন্যূনতম অনুশোচনা প্রকাশ করেনি পিকে হালদারের প্রেতাত্মা বনজ কুমার ও মিহির কান্তি ভ্রাতৃদ্বয়ের চমকপ্রদ কাহিনী বীর শহীদ আবু সাঈদের রংপুরে স্বৈরাচারের পুনর্বাসন বিএনপি নেতা বাচ্চুর বিরুদ্ধে আ.লীগকে শেল্টার দেওয়ার অভিযোগ, ব্যবহৃত লাল গাড়ি ভাইরাল সাতক্ষীরায় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২জন আটক লাশ উত্তোলনে আগ্রহ নেই পরিবারের, ফিরে গেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর ত্রৈমাসিক নিষ্পত্তি সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলার্স থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার
শিবির সভাপতি জাহিদুল ইসলাম

এতো হত্যাকাণ্ডের পর আ.লীগ ন্যূনতম অনুশোচনা প্রকাশ করেনি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ১০:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৬ Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে পালিয়ে যাবার দিন কয়েক লাখ মানুষকে মেরে যদি শেখ হাসিনার থাকার সুযোগ হত তাহলে সে সেটাই করত। এমন একজন ঘৃণ্য গণহত্যাকারী ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে নরকে পরিণত করেছে। এত হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ নূন্যতম কোন অনুশোচনাবোধ প্রকাশ করেনি। একটা দল কতটা হিংস্র হলে এটি সম্ভব?

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনের মুখে যেভাবে পালিয়েছেন তার দায় শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের। কারণ তাদের অপকর্ম, স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদ কায়েম এত উচ্চভিলাষী পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষকে হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি। যারা এখনো মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ যে নেত্রী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে তারই কথা আবার পুনর্বাসন ও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। হাসিনা ফিরে আসার জন্য যে চিন্তা করছে এই প্রজন্মের সাথে লড়াই করে এটা কখনোই সম্ভব হবে না।

জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন,
আইন উপদেষ্টার সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি আমাদেরকে নিয়মতান্ত্রিকতার বিষয়গুলো বলেছেন যে একটি মামলা হুট করে নিষ্পত্তি করে দিতে পারেন না বা সুপারিশ করতে পারেন। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে নিয়মতান্ত্রিকতার মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি। একটি বিপ্লব, আন্দোলন বা গণঅভ্যুত্থান নিয়মকানুন মেনে হয় না। সবকিছুর বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে। তবে তারা গণঅভুত্থানকে ধারণ করে মামলাগুলো নিষ্পত্তি করবেন বলে আমরা প্রত্যাশা করি।

জুলাই আন্দোলন নিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি বিতর্কিত মন্তব্য নিয়ে জাহিদুল ইসলাম বলেন, কারো ইশারা-ইঙ্গিতে বাধ্য হয়ে বলেছেন কিনা বা কারো মাধ্যমে প্ররোচিত হয়ে বলেছেন কিনা এটা যথেষ্ট পর্যালোচনার দাবি রাখে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং তারা সম্পৃক্ত ছিলেন এর সাথে বেঈমানী সূচক শব্দ। তবে তিনি ভুল স্বীকার করে নেয়ায় আমরা স্বাভাবিকভাবে নিয়েছি।

শিবির সভাপতি আরও বলেন, যারা বাংলাদেশে দীর্ঘমেয়াদি রাজনীতি পরিচালনা করতে গুণগত পরিবর্তন আনতে চায় তাদেরকে এই প্রজন্মের মনস্তাত্ত্বিক চিন্তা ও ৫ই আগস্টের চেতনাকে অনুধাবন করতে হবে। তাহলে তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনীতি করতে পারবেন। যারা স্বল্প সময়ের জন্য কিছু চাইবে তারা জেনারেশনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে।

রংপুর অঞ্চলের প্রতি উন্নয়ন বৈষম্য নিরসনে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারকে আহ্বান জানাবো এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদেরকে অনুরোধ করব এখানে শিক্ষা অবকাঠামো সার্বিক উন্নয়নে গুরুত্ব দেয়। উন্নয়নের জায়গায় এখানে বেশ কিছু দুর্বলতা রয়েছে ছাত্রশিবির সুযোগ ও সামর্থ্য অনুযায়ী কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেসবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারী আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান।

এর আগে তিন দিনের সফরের রংপুরে আসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। সফরকালে তিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারে অংশ নেবেন।

আরও পড়ুনঃ বীর শহীদ আবু সাঈদের রংপুরে স্বৈরাচারের পুনর্বাসন

Please Share This Post in Your Social Media

শিবির সভাপতি জাহিদুল ইসলাম

এতো হত্যাকাণ্ডের পর আ.লীগ ন্যূনতম অনুশোচনা প্রকাশ করেনি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ১০:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে পালিয়ে যাবার দিন কয়েক লাখ মানুষকে মেরে যদি শেখ হাসিনার থাকার সুযোগ হত তাহলে সে সেটাই করত। এমন একজন ঘৃণ্য গণহত্যাকারী ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে নরকে পরিণত করেছে। এত হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ নূন্যতম কোন অনুশোচনাবোধ প্রকাশ করেনি। একটা দল কতটা হিংস্র হলে এটি সম্ভব?

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনের মুখে যেভাবে পালিয়েছেন তার দায় শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের। কারণ তাদের অপকর্ম, স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদ কায়েম এত উচ্চভিলাষী পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষকে হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি। যারা এখনো মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ যে নেত্রী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে তারই কথা আবার পুনর্বাসন ও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। হাসিনা ফিরে আসার জন্য যে চিন্তা করছে এই প্রজন্মের সাথে লড়াই করে এটা কখনোই সম্ভব হবে না।

জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন,
আইন উপদেষ্টার সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি আমাদেরকে নিয়মতান্ত্রিকতার বিষয়গুলো বলেছেন যে একটি মামলা হুট করে নিষ্পত্তি করে দিতে পারেন না বা সুপারিশ করতে পারেন। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে নিয়মতান্ত্রিকতার মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি। একটি বিপ্লব, আন্দোলন বা গণঅভ্যুত্থান নিয়মকানুন মেনে হয় না। সবকিছুর বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে। তবে তারা গণঅভুত্থানকে ধারণ করে মামলাগুলো নিষ্পত্তি করবেন বলে আমরা প্রত্যাশা করি।

জুলাই আন্দোলন নিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি বিতর্কিত মন্তব্য নিয়ে জাহিদুল ইসলাম বলেন, কারো ইশারা-ইঙ্গিতে বাধ্য হয়ে বলেছেন কিনা বা কারো মাধ্যমে প্ররোচিত হয়ে বলেছেন কিনা এটা যথেষ্ট পর্যালোচনার দাবি রাখে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং তারা সম্পৃক্ত ছিলেন এর সাথে বেঈমানী সূচক শব্দ। তবে তিনি ভুল স্বীকার করে নেয়ায় আমরা স্বাভাবিকভাবে নিয়েছি।

শিবির সভাপতি আরও বলেন, যারা বাংলাদেশে দীর্ঘমেয়াদি রাজনীতি পরিচালনা করতে গুণগত পরিবর্তন আনতে চায় তাদেরকে এই প্রজন্মের মনস্তাত্ত্বিক চিন্তা ও ৫ই আগস্টের চেতনাকে অনুধাবন করতে হবে। তাহলে তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনীতি করতে পারবেন। যারা স্বল্প সময়ের জন্য কিছু চাইবে তারা জেনারেশনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে।

রংপুর অঞ্চলের প্রতি উন্নয়ন বৈষম্য নিরসনে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারকে আহ্বান জানাবো এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদেরকে অনুরোধ করব এখানে শিক্ষা অবকাঠামো সার্বিক উন্নয়নে গুরুত্ব দেয়। উন্নয়নের জায়গায় এখানে বেশ কিছু দুর্বলতা রয়েছে ছাত্রশিবির সুযোগ ও সামর্থ্য অনুযায়ী কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেসবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারী আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান।

এর আগে তিন দিনের সফরের রংপুরে আসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। সফরকালে তিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারে অংশ নেবেন।

আরও পড়ুনঃ বীর শহীদ আবু সাঈদের রংপুরে স্বৈরাচারের পুনর্বাসন