ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এখন অনলাইনেই জেলে পৌছে যাবে বেইলবন্ড

শামসুল হক দুররানী
  • Update Time : ১০:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৪৯ Time View

এবার অনলাইনের মাধ্যমেই জেলখানায় পৌছে যাবে আদালত থেকে জামিনপ্রাপ্তদের বেইলবন্ড। এখন থেকে হার্ডকপির আর প্রয়োজন হবে না। ফুরিয়ে যাবে লেখার কাগজের প্রয়োজন।

জামিন লাভের পর যে বন্ড দিতে হয় সেই বেইলবন্ডের কাগজ ৩/৪ জায়গায় স্বাক্ষরের দীর্ঘ সময় পর জেল গেটে পৌছাতে অনেক কাঠখড় পোঁড়াতে হয় জামিন প্রাপ্তদের আত্বীয়-স্বজনকে।

সরকারের এই নতুন পদক্ষেপ অহেতুক বিলম্ব হয়রানী এবং ঘুষ দূর্নীতি আনায়াসে বন্ধ হবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

আইন মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে সরাসরি অনলাইনে বেইলবন্ড দাখিলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্ধোধন করবেন।

সূত্রটি জানায়, কোর্ট থেকে সরাসরি অনলাইনে বেইলবন্ড চলে যাবে জেল কর্তৃপক্ষের নিকট। সেখানে যাচাই-বাছাই শেষে জামিনপ্রাপ্তদের জেল গেট থেকে মুক্তি দেয়া হবে। আপাতত নারায়ণগঞ্জ জেলা থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন বেইলবন্ডের এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে এই ব্যবস্থা চালু হবে।

এর আগে, অনলাইনে জামিননামা (বেইল বন্ড) জমা দিতে শিগগিরই পরীক্ষামূলকভাবে সফটওয়্যার চালু হচ্ছে বলে জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, বিচারপ্রার্থী জনগণের জামিনপ্রাপ্তি সহজ করতে অনলাইনে বেইলবন্ড (জামিননামা) জমা দেওয়ার জন্য প্রথমবারের মতো সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

আইন মন্ত্রণালয়ের এক বছর সংস্কার কার্যক্রম তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত এক বছরে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে। এগুলো হলো- আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, দৈনন্দিন কার্যক্রম। আইন ও বিচার বিভাগের ৫০ শতাংশ নথি ডি-নথির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এখন অনলাইনেই জেলে পৌছে যাবে বেইলবন্ড

শামসুল হক দুররানী
Update Time : ১০:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

এবার অনলাইনের মাধ্যমেই জেলখানায় পৌছে যাবে আদালত থেকে জামিনপ্রাপ্তদের বেইলবন্ড। এখন থেকে হার্ডকপির আর প্রয়োজন হবে না। ফুরিয়ে যাবে লেখার কাগজের প্রয়োজন।

জামিন লাভের পর যে বন্ড দিতে হয় সেই বেইলবন্ডের কাগজ ৩/৪ জায়গায় স্বাক্ষরের দীর্ঘ সময় পর জেল গেটে পৌছাতে অনেক কাঠখড় পোঁড়াতে হয় জামিন প্রাপ্তদের আত্বীয়-স্বজনকে।

সরকারের এই নতুন পদক্ষেপ অহেতুক বিলম্ব হয়রানী এবং ঘুষ দূর্নীতি আনায়াসে বন্ধ হবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

আইন মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে সরাসরি অনলাইনে বেইলবন্ড দাখিলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্ধোধন করবেন।

সূত্রটি জানায়, কোর্ট থেকে সরাসরি অনলাইনে বেইলবন্ড চলে যাবে জেল কর্তৃপক্ষের নিকট। সেখানে যাচাই-বাছাই শেষে জামিনপ্রাপ্তদের জেল গেট থেকে মুক্তি দেয়া হবে। আপাতত নারায়ণগঞ্জ জেলা থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন বেইলবন্ডের এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে এই ব্যবস্থা চালু হবে।

এর আগে, অনলাইনে জামিননামা (বেইল বন্ড) জমা দিতে শিগগিরই পরীক্ষামূলকভাবে সফটওয়্যার চালু হচ্ছে বলে জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, বিচারপ্রার্থী জনগণের জামিনপ্রাপ্তি সহজ করতে অনলাইনে বেইলবন্ড (জামিননামা) জমা দেওয়ার জন্য প্রথমবারের মতো সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

আইন মন্ত্রণালয়ের এক বছর সংস্কার কার্যক্রম তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত এক বছরে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে। এগুলো হলো- আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, দৈনন্দিন কার্যক্রম। আইন ও বিচার বিভাগের ৫০ শতাংশ নথি ডি-নথির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।