এক সপ্তাহে ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
- Update Time : ১২:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১৩ Time View
সৌদিতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ অভিযানে প্রায় ১৫ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত এক সপ্তাহে নিজ নিজ দেশে ফেরত গিয়েছেন তারা।
রোববার (১৬ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এক সপ্তাহে ১৪ হাজার ৯১৬ প্রবাসীকে দেশ থেকে ফেরত পাঠিয়েছে। বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, গত ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা মোট ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করে। পিক ট্রাভেল ও কর্মসংস্থানের মৌসুম সামনে রেখে এ অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তারদের মধ্যে ১৪ হাজার ২৭ জন আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৮১ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। গ্রেপ্তারদের মধ্যে ২২ হাজার ৯১ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ৪ হাজার ৭৮৪ জনকে চূড়ান্তভাবে দেশে ফেরত পাঠাতে কার্যক্রম সম্পন্ন করানো হয়েছে এবং ১৪ হাজার ৯১৬ জনকে মামলা নিষ্পত্তির পর দেশে ফেরত পাঠানো হয়েছে।
সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে এক হাজার ৯২৪ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। এছাড়া ৩২ জন সৌদি আরব থেকে অবৈধভাবে বের হতে চাওয়ার সময় ধরা পড়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































