এক টুকরো ইলিশ ২০০ টাকা

- Update Time : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৫৩ Time View
রাজশাহীতে কেটে পিস হিসেবে ইলিশ মাছ বিক্রি করা শুরু হয়েছে। ফলে ক্রেতারা চাইলে নিজের চাহিদা মতো ইলিশের পিস কিনতে পারছেন। এক কেজি সাইজের একটি ইলিশের এক টুকরা (আনুমানিক ১০০ গ্রাম) কেনা যাচ্ছে ২০০ টাকায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার মাছপট্টিতে ‘কাটা ইলিশ বিক্রির’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা।
ইলিশ কিনতে আসা এমন একজন বললেন, আমাদের দাবি সারাবছর যেন এমন মাছ কেটে বিক্রি হয়। আমরা যতটুকু দরকার ততটুকু যেন নিতে পারি। আবার অনেক ক্রেতার অভিযোগ, কেটে বিক্রি হলেও ইলিশের দাম অনেক বেশি। যে ইলিশ তারা ২ হাজার টাকা কেজি বিক্রি করছেন সেটা সর্বোচ্চ ১২ থেকে ১৩ শো টাকার বেশি নয়। ভারতে ইলিশ পাঠানোর কারণে দাম বেড়েছে বলেও অভিযোগ তার।
এক ইলিশ বিক্রেতা বলেন, বড় ইলিশ কেটে বিক্রি করেছি। যে যার সাধ্যমতো নিয়েছেন। কেই আধা কেজি, কেউ আড়াইশো গ্রাম, আবার কেউ কেউ দুইশো গ্রাম ইলিশও নিয়েছেন। একশো গ্রাম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক ইলিশ সাইজ অনুযায়ী ১৩০০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, এক পিস মাছ বিক্রি করতে গেলে মাথাটা অবিক্রীত থেকে যাবে। এ জন্য বিক্রেতারা এক পিস মাছ বিক্রি করতে রাজি নয়। আমরা সমাধান দিয়েছি যেন মাথাটা ছোট আকারে কাটা হয় এবং কেউ এক পিস নিলেও যেন তাকে মাথার ছোট একটা পিস দেওয়া হয়। তাহলে মাথাও বিক্রি হবে, ক্রেতারাও খুশি হবে। আমরা চাই সবাই ইলিশের স্বাদ পাক।
নওরোজ/এসএইচ