এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন গ্রেপ্তার
- Update Time : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ২৭১ Time View
এক্সিম ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা যায়।
গত ১৭ আগস্ট তার বিরুদ্ধে প্রায় ৮৫৮ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে মামলা করে দুদক।
এজহারে বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মদিনা ডেটস অ্যান্ড নাটস নামের প্রতিষ্ঠান কোনো প্রকার জামানত না দিয়ে কোনো পণ্য ক্রয় না করে ব্যাংক কর্তৃপক্ষের যোগশাজসে বিশাল অঙ্কের এই অর্থ আত্মসাৎ করে। এ ঘটনায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমডি ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় অন্যতম আসামি গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

























































































































































































