একই ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

- Update Time : ০৮:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ৩৫২ Time View
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নিজ বাড়ির শয়নঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা তারা আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার আলাদীপুর পশ্চিম পাড়া গ্রামের সোহেল মন্ডল (৩৮) ও তার স্ত্রী পারুল বিবি (৩৬)।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সোহেল মন্ডল দিন মজুরির কাজ করতেন।
শনিবার সকালে তারা স্বামী-স্ত্রী বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের সঙ্গে গল্প করে বাড়িতে চলে যান। পরে প্রতিবেশিরা তাদের ডাকাডাকি করলেও সাড়া না দেয়ায় ঘরের দরজা খুলে আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তাদের মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান ওসি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়