এইচএসসি ও সমমানের পরীক্ষা: আজও অনুপস্থিত ২৮৯৮ শিক্ষার্থী

- Update Time : ০৫:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩৫ Time View
এইচএসসি ও সমমানের পরীক্ষার আজ ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার এক দশমিক ০৭ শতাংশ। তবে এদিন অসদুপায় অবলম্বনের দায়ে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আজ কোনো পরীক্ষা ছিল না।
সোমবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
আজ ৯টি শিক্ষাবোর্ডে অর্থনীতি ২ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, রোববার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৭১ হাজার ৫৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অনুপস্থিতির মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ৭১৬ জন, রাজশাহীতে ২৩৬, কুমিল্লা ৩৫৬, যশোর ১৮৯, চট্টগ্রাম ৪৭২, সিলেট ৩৪৯, দিনাজপুরে ৩৩৭, ময়মনসিংহে ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।