এইচএসসিতে ১ বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

- Update Time : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১১০ Time View
এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় বরিশালে নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিষ কুমার সাহা। তিনি জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুসরাতের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশাল শহরে তিনি বড় বোন রাহাত আনোয়ারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বড় বোন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা বলছেন, নুসরাত সব সময় হাসিখুশি ও পড়ালেখায় মনোযোগী ছিলেন, এমন পরিণতি তারা মেনে নিতে পারছে না।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নুসরাত আসলে ভালো ফলাফলই করেছে, তবে হেলথ সায়েন্স বিষয়ে অকৃতকার্য হয়েছে। তিনি চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারতেন। এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই মর্মান্তিক।
প্রসঙ্গত, বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার ৬২.৫৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ সংখ্যা অনেক কম। প্রায় ৫৯ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, যার মধ্যে ৩৭ হাজার ৬৬ জন পাস করেছে। মেয়েরা ছেলেদের তুলনায় ফলাফলে এগিয়ে। এ বছর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করতে পারেনি, আবার দুটি প্রতিষ্ঠানে শতভাগ পাস হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়