উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন ইউএনও সাইফুল ইসলাম

- Update Time : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০ Time View
চট্টগ্রামের লোহাগাড়ায় আগামীর নিরাপদ বাসযোগ্য উপজেলা গঠনের লক্ষ্যে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: সাইফুল ইসলাম।
সোমবার(১লা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা সময় ধরে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের এই মতবিনিময় সভায় মুক্ত আলোচনা হয়।
সভায় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি প্রচারে নয় কাজে বিশ্বাসী। পুরো উপজেলার বিরাজমান সমস্যা আমার একার পক্ষে দেখা সম্ভব নয়। আপনারা সমাজের দর্পণ, তাই আমাকে সেটা দেখিয়ে দেবেন। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো সেটির সমাধান করতে, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ এসব রোধে আমার গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই।
তিনি বলেন, উপজেলাবাসীর কল্যাণে সব বিষয় আমি উন্মুক্ত করবনা, কিছু সিদ্ধান্ত চমক হিসেবে থাকবে। আশাকরি আমাকে আমার কাজে আপনারা সহযোগিতা করবেন, আমার স্বপ্ন একটি সুন্দর পরিপাটি লোহাগাড়া উপজেলা উপহার দেয়া, যেটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।
লোহাগাড়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন এর লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা, দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন ও দৈনিক অভয়নগর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকগন লোহাগাড়ায় বিরাজমান নানাবিধ সমস্যা ও অসঙ্গতির কথা তুলে ধরেন। লোহাগাড়ায় নিলামের নামে প্রহসন বন্ধে করে স্হায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা, বটতলী স্টেশন ও পদুয়া বাজারের যানজট নিরসন, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি ইউএনও কর্তুক গৃহীত নানাবিধ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সম্প্রতি উপজেলা প্রশাসন কর্তৃক আমার লোহাগাড়া ডটকমের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের নাগরিকসেবা সহজীকরন করার উদ্যোগের মাধ্যমে উপজেলবাসি দ্রূত সেবা পাবেন বলে ও আশাবাদ ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়