ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উদ্বোধনের আগেই ফাটল! লোহাগাড়ায় ব্রিজ নির্মাণে নিম্নমানের অভিযোগ

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি
  • Update Time : ১১:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই একটি নবনির্মিত ব্রিজে ফাটল দেখা দিয়েছে। সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত হয়নি। অথচ এরই মধ্যে ব্রিজে বড় ধরনের ফাটল সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের’ আওতায় বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশ শরফ রোডে মহাবোধী বিহার সংলগ্ন খালের ওপর নির্মিত হয়েছে বক্স কালভার্টটি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

নির্মাণকাজটি মূলত করেছে ‘মেসার্স চৌধুরী ইন্টারন্যাশনাল’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রকৃত নির্মাণ কার্যক্রম পরিচালনা করেছে উপ-ঠিকাদার ‘মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ’। জানা গেছে, এ প্রতিষ্ঠানের মালিক চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালী।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়িত্বে অবহেলার কারণেই এই ফাটল সৃষ্টি হয়েছে। এখনই এমন পরিস্থিতি হলে উদ্বোধনের পর সেতুটি কতটা টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে তদন্ত করে দায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

উদ্বোধনের আগেই ফাটল! লোহাগাড়ায় ব্রিজ নির্মাণে নিম্নমানের অভিযোগ

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি
Update Time : ১১:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই একটি নবনির্মিত ব্রিজে ফাটল দেখা দিয়েছে। সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত হয়নি। অথচ এরই মধ্যে ব্রিজে বড় ধরনের ফাটল সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের’ আওতায় বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশ শরফ রোডে মহাবোধী বিহার সংলগ্ন খালের ওপর নির্মিত হয়েছে বক্স কালভার্টটি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

নির্মাণকাজটি মূলত করেছে ‘মেসার্স চৌধুরী ইন্টারন্যাশনাল’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রকৃত নির্মাণ কার্যক্রম পরিচালনা করেছে উপ-ঠিকাদার ‘মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ’। জানা গেছে, এ প্রতিষ্ঠানের মালিক চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালী।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়িত্বে অবহেলার কারণেই এই ফাটল সৃষ্টি হয়েছে। এখনই এমন পরিস্থিতি হলে উদ্বোধনের পর সেতুটি কতটা টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে তদন্ত করে দায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।