ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ৮১ Time View

ভারতের উত্তরাখণ্ডের রাজ্যে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। গত রোববার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গুজরাট থেকে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ৩৫ যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে ফিরছিল।

পথে গঙ্গনানি এলাকায় এটি দুর্ঘটনার শিকার হয়। দিল্লিতে থাকা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামি দুর্ঘটনার বিষয়ে রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করতে তাদের নির্দেশ দিয়েছেন।

দিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং  ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য দেহরাদুনে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভপেন্দ্র প্যাটেলও। গুজরাটি ভাষায় করা পোস্টে তিনি বলেছেন, ‘উত্তরাখণ্ডের খাদে বাস পড়ে যাওয়ায় গুজরাটের কয়েকজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকাহত।’

Please Share This Post in Your Social Media

উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

ভারতের উত্তরাখণ্ডের রাজ্যে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। গত রোববার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গুজরাট থেকে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ৩৫ যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে ফিরছিল।

পথে গঙ্গনানি এলাকায় এটি দুর্ঘটনার শিকার হয়। দিল্লিতে থাকা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামি দুর্ঘটনার বিষয়ে রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করতে তাদের নির্দেশ দিয়েছেন।

দিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং  ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য দেহরাদুনে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভপেন্দ্র প্যাটেলও। গুজরাটি ভাষায় করা পোস্টে তিনি বলেছেন, ‘উত্তরাখণ্ডের খাদে বাস পড়ে যাওয়ায় গুজরাটের কয়েকজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকাহত।’