উচ্চ শিক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই- জবি উপাচার্য

- Update Time : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১৩৭ Time View
উচ্চ শিক্ষাকে এগিয়ে নিতে গবেষণার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেক হালিমা।
মঙ্গলবার (১৪ মে) উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল কর্তৃক আয়োজিত একটি ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে উৎসাহিত করতে হবে। যারা গবেষণা করেন তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে আমাদের। বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষকরা গবেষণা ও উচ্চ শিক্ষার জন্য বিদেশ যায় তাদের জন্য এধরনের গবেষণা ওয়ার্কসপ খুবই কার্যকরী।
ওয়ার্কসপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ।
বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওয়ার্কসপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ড. মমতা বি চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
গবেষণা ওয়ার্কসপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড.আনোয়ার হোসেন বলেন, তরুন শিক্ষকদের গবেষনায় আগ্রহ বাড়াতে এবং এর কলাকৌশল সম্পর্কে আরো বেশি তরান্বিত করতে এই আয়োজন। গবেষণা কেন্দ্রীক এধরনের আয়োজন শিক্ষকদের সমৃদ্ধ করবে।