‘উগ্র আচরণের’ দায়ে কুবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

- Update Time : ১১:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৮২ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের এক আবাসিক শিক্ষার্থীকে ‘উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের’ দায়ে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম চৌধুরী রাফসান সামি। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম।
প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘হল কমিটির অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে হল থেকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে। ছয় মাস পর হল প্রশাসন চাইলে তাকে নতুন করে সীট বরাদ্দ দিতে পারবেন।’
এর আগে গত ২৩ এপ্রিল রাত একটার দিকে ‘মাদক সেবন করে হলের নিচতলায় ও ১০৬ নাম্বার রুমে লাথি দেওয়া এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে অস্বাভাবিক আচরণ করার অভিযোগ উঠে’ এই শিক্ষার্থীর নামে।