উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের
- Update Time : ১০:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ২৫ Time View
নারী কাবাডি বিশ্বকাপে ঘরের মাঠে উচ্চ প্রত্যাশার সঙ্গে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ দল। সেই প্রত্যাশার প্রতিফলন মিলল প্রথম ম্যাচেই। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উগান্ডাকে ৪২–২২ পয়েন্টে হারিয়ে কেবল জয়ই নয়, চাপ সামলে ম্যাচ ঘুরিয়ে আনার ক্ষমতারও প্রমাণ দিলো লাল-সবুজের মেয়েরা।
শুরুর দৃশ্যপট কিন্তু ছিল ভিন্ন। আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডা প্রথম কয়েক মিনিটে আক্রমণাত্মক খেলে বাংলাদেশকে ব্যস্ত রেখেছিল। কোচিং স্টাফের চাওয়া—ধীরে ধীরে ছন্দে ফেরা—মাঠে ফুটিয়ে তুলতে কিছুটা সময় নিয়েছিলেন খেলোয়াড়েরা। তবে সেই সময় পেরোতেই খেলা বদলে যায়।
প্রথমার্ধের শেষদিকে টানা সফল রেইড ও শক্ত রক্ষণ বাংলাদেশকে বিরতিতে ১৪–১২ পয়েন্টে এগিয়ে পাঠায়—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বিরতির পর আর কোনও প্রতিযোগিতাই চোখে পড়েনি। বাংলাদেশ যেন পুরোপুরি গতি বদলে লড়াইকে একপেশে করে তোলে। দ্বিতীয়ার্ধে উগান্ডার বিপক্ষে ২৮ পয়েন্ট তুলে নেয় তারা, প্রতিপক্ষকে অলআউট করে দুইবার। উগান্ডা চেষ্টা করলেও বাংলাদেশের সংগঠিত রক্ষণ আর ধারাবাহিক আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্মৃতি আক্তার—প্রথম বিশ্বকাপ খেলতে নামা এই রেইডারের প্রাণবন্ত পারফরম্যান্সই ছিল বাংলাদেশের আক্রমণের মূল শক্তি।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি। আত্মবিশ্বাসী সূচনার পর এই ম্যাচ থেকেও জয়ের ধারা ধরে রাখার প্রত্যাশা দলটির। ঘরের দর্শকদের সামনে বাংলাদেশের নারীরা যে টুর্নামেন্টে বেশ দূর যেতে প্রস্তুত—উগান্ডার বিপক্ষে প্রথম দিনের দাপট তাতেই স্পষ্ট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়










































































































































































































