উখিয়া উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- Update Time : ০৪:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৯ Time View
উখিয়া উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হলো। বহু প্রত্যাশিত উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার। আলোচকরা নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটির মাধ্যমে উখিয়ার মানসম্মত শিক্ষা ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে নতুন শিক্ষা বর্ষের ভর্তি ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
তিনি বলেন,“উখিয়ার শিক্ষার্থীদের জন্য আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সৃজনশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী দিনে এ শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়ার শিক্ষাক্ষেত্রে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জারিন তাসনিম তাসিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নবনিযুক্ত শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবনির্মিত এ বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা উখিয়ার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, সরকারি তত্ত্বাবধানে পরিচালিত এ আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়ার শিক্ষা মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




































































































































































































