উখিয়ায় শিক্ষা-ক্ষেত্রে নব দিগন্তের দ্বার উন্মোচন করবে “উপজেলা প্রশাসন উচ্চবিদ্যালয়”
- Update Time : ০৯:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৭১ Time View
কর্মচঞ্চল সীমান্তঘেঁষা ছোট্ট শহর উখিয়া—যেখানে শিক্ষা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উখিয়া উপজেলার বর্তমান শিক্ষা হার মাত্র ৫৬ শতাংশ। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও শিক্ষার হার বৃদ্ধি না পাওয়া নিঃসন্দেহে উদ্বেগের বিষয়।
একটি জাতিকে উন্নত করার মূল চাবিকাঠি হলো শিক্ষা। আর একটি মফস্বল অঞ্চলকে উন্নয়নের পথে এগিয়ে নিতে শিক্ষার প্রসার অপরিহার্য। এই সত্য উপলব্ধি করেছেন উখিয়া উপজেলার বিচক্ষণ, চৌকস এবং কর্মদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা—“দি স্পিড ম্যান” খ্যাত জনাব কামরুল হোসেন চৌধুরী। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এখন বাস্তবে রূপ নিচ্ছে একটি স্বপ্ন—“উপজেলা প্রশাসন উচ্চবিদ্যালয়”।
উখিয়া সদরের মহিলা কলেজ রোডে, প্রাণীসম্পদ হাসপাতালের সন্নিকটে, এক টুকরো আশার আলো হয়ে গড়ে উঠছে এ বিদ্যালয়। ইতোমধ্যে ভবন নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—উখিয়ার শিক্ষা-ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল।
উখিয়ার সাধারণ জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন—“এমন একটি বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রয়োজন ছিলো আমাদের এলাকায়। বিষয়টি অনুধাবন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেভাবে নিজে তদারকি করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা উখিয়া বাসী তাঁর প্রতি কৃতজ্ঞ।”
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী জানুয়ারি মাস থেকেই নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে। বিদ্যালয়টির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করবে উখিয়া উপজেলা প্রশাসন।
শিক্ষা ও আলোর নতুন প্রভাতের সূচনা ঘটাতে যাচ্ছে এই “উপজেলা প্রশাসন উচ্চবিদ্যালয়”—যা উখিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে জ্ঞান, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে একটি শিক্ষিত সমাজ হিসেবে।





































































































































































































