উখিয়ার বালুখালী ফাঁড়ির ১৪ পুলিশ সদস্য’ ক্লোজড

- Update Time : ১১:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৯ Time View
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন উখিয়া থানা’স্থ বালুখালী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ১৪ পুলিশ সদস্য’কে রেঞ্জ রিজার্ভ ফোর্সেস-আরআরএফে সরিয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম মুখপাত্র) মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী।
জানান, আরআরএফ এর পুলিশ সদস্যদের রোটেশনের ভিত্তিতে এক মাস অন্তর-অন্তর রেঞ্জভুক্ত ফাঁড়িতে নিযুক্ত করা হয়।
২৬ মে (সোমবার) রাতে জাতীয় একটি দৈনিক ও একটি জাতীয় অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘ কথিত ‘ নারী পাচারকারীর ইয়াবা বালুখালী পুলিশ ফাঁড়ির কিছু সদস্য অবৈধভাবে ভাগ-বাঁটোয়ারার অভিযোগ উঠেছে।
চলছে ইয়াবা ভাগের তদন্ত:
সেই প্রতিবেদন প্রকাশের একদিন অতিবাহিত না হতেই ফাঁড়িটিতে কর্মরত সবাইকে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং নতুনদের সংযুক্ত করার পাশাপাশি তদন্ত কার্যক্রম চলছে বলে রেঞ্জ ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
এপ্রসঙ্গে মি.চৌধুরী বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে অবগত হওয়ার পর থেকে বিষয়টি খতিয়ে দেখছি।
ঐ নারী এবং প্রকৃত এই ইয়াবাকান্ডে জড়িত অপরাধীদের খোঁজে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।