উখিয়ায় ২২ আগ্নেয়াস্ত্রসহ আরসার ৩ সদস্য আটক

- Update Time : ০৯:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১১১ Time View
কক্সবাজারের উখিয়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে দেশি-বিদেশি ২২টি আগ্নেয়াস্ত্র, ৪টি মাইন, মাইন তৈরির বিপুল সরঞ্জাম, ১০০ রাউন্ড গুলি আটক করেছে র্যাব। একইসঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির তিন সদস্যকেও গ্রেপ্তার করেছে তারা।

বৃহস্পতিবার উখিয়ায় কুতুপালংয়ের ২০ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা আশ্রয়শিবিরসংলগ্ন লাল পাহাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৩ জন হলেন মো. ওসমান, মো. নেছার ও ইমাম হোসেন। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
র্যাবের দাবি, মো. ওসমান আরসার একটি গ্রুপের কমান্ডার, বাকিরাও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
র্যাব-১৫–এর কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, বেশ কিছু আরসা সদস্য ক্যাম্পের বাইরে গহীন বনে আস্তানা গড়ে তুলেছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, বিপুল গোলাবারুদসহ ৩ আরসা সদস্যকে আটক করা হয়।
সাজ্জাদ হোসেন আরও জানান, ক্যাম্পেগুলোতে আরসাবিরোধী অভিযান জোরদার হওয়ায় তারা গা ঢাকা দিতে প্রায় একমাস ধরে পাহাড়ে আস্তানা গেড়েছে এবং সেখান থেকে ক্যাম্পে ঢুকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পুনরায় পাহাড়ে চলে আসে। বড় ধরনের কোনো নাশকতার চালানোর জন্যই তারা আস্তানা তৈরি করেছিল।
গেল এক বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে আরসার ৮৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।