ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

উখিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইকবাল হোসাইন, উখিয়া
  • Update Time : ০৮:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৪৭ Time View

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আরফাত (২২) উখিয়ার পালংখালীর ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালাল ওরফে হাজী জালালের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ জানান, প্রাথমিকভাবে জেনেছি চোর সন্দেহে আরাফাতকে ধরে নিয়ে মারধর করে স্থানীয় কয়েকজন। পরে তাকে সেনা ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা। সেনা সদস্যরা রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আরফাতের বাবা হাজী জালালের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ তার ছেলেকে অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

নিহতের বড় ভাই রুবেল জানান, স্থানীয় জাহেদ, সাহাবুদ্দিনসহ আরও কয়েকজন আরাফাতকে চুরির অভিযোগে শনিবার দুপুরে ধরে নিয়ে যায়। ক্ষমতাধর এসব মানুষগুলো অমানবিকভাবে মারধর করে তাকে হত্যা করেছে।

স্থানীয় আরেক সূত্র জানায়, নিহত আরাফাতের পরিবার এলাকায় চোর পরিবার হিসেবে পরিচিত। তবে এভাবে কাউকে মেরে ফেলা সমীচীন নয় বলে উল্লেখ করেন তারা।

Please Share This Post in Your Social Media

উখিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইকবাল হোসাইন, উখিয়া
Update Time : ০৮:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আরফাত (২২) উখিয়ার পালংখালীর ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালাল ওরফে হাজী জালালের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ জানান, প্রাথমিকভাবে জেনেছি চোর সন্দেহে আরাফাতকে ধরে নিয়ে মারধর করে স্থানীয় কয়েকজন। পরে তাকে সেনা ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা। সেনা সদস্যরা রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আরফাতের বাবা হাজী জালালের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ তার ছেলেকে অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

নিহতের বড় ভাই রুবেল জানান, স্থানীয় জাহেদ, সাহাবুদ্দিনসহ আরও কয়েকজন আরাফাতকে চুরির অভিযোগে শনিবার দুপুরে ধরে নিয়ে যায়। ক্ষমতাধর এসব মানুষগুলো অমানবিকভাবে মারধর করে তাকে হত্যা করেছে।

স্থানীয় আরেক সূত্র জানায়, নিহত আরাফাতের পরিবার এলাকায় চোর পরিবার হিসেবে পরিচিত। তবে এভাবে কাউকে মেরে ফেলা সমীচীন নয় বলে উল্লেখ করেন তারা।