উখিয়ায় ক্যাম্পে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন: মাতৃভূমিতে ফেরার আকুতি রোহিঙ্গাদের

- Update Time : ০৬:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১২ Time View
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয় বিশাল রোহিঙ্গাদের সমাবেশ।
সমাবেশের শুরুতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করা হয়। এসময় ইমাম-মৌলভি, শিক্ষক, যুব অধিকার কর্মী সহ রোহিঙ্গা কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন।
বক্তব্যে মাওলানা মোহাম্মদ সালেহ বলেন, ” আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে, আমরা রোহিঙ্গা ভাষায় কথা বলি। আমাদের ভাষাগত ঐতিহ্য আমাদের প্রতিটি প্রজন্মকে রক্ষা করতে হবে।আমাদের ভাষার সাথে বাঙলা আর রোহিঙ্গাদের আঞ্চলিক ভাষার অনেকটা মিল রয়েছে।রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোহিঙ্গা কমিউনিটি নেতা দিল মোহাম্মদ বলেন, ” আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ,ক্যাম্পে শান্তি-ঐক্য বজায় রাখতে হবে। আমাদের মাতৃভূমি আরাকান, আমরা সেখানে ফিরতে চাই।”
রোহিঙ্গা ভাষা সংরক্ষণে কাজ করা রোহিঙ্গা ন্যাশনাল এডুকেশন বোর্ড আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে হাজারো রোহিঙ্গা অংশ নেন।বাংলা ভাষা প্রতি সম্মান এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়