উখিয়ায় কলেজ শিক্ষক খুন! এক ঘাতক আটক

- Update Time : ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ৮ Time View
কক্সবাজারের উখিয়ায় দোকানগৃহের ভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে কলেজ শিক্ষক মো. ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মো. শরিফ ওরফে বট্টল (৪৫) নামের জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার শুরুতে (রবিবার দিবাগত) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে।
নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মী ইফতিয়াজ নুর নিশানের বাবা।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে ইকবালের সঙ্গে শরিফের কথা বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শরিফ ইকবালের উপর হামলা চালায় এবং তাঁকে গুরুতরভাবে আহত করে। স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ৭ এপ্রিল একই ইউনিয়নে জমির সীমানা বিরোধের জেরে নারীসহ ৪ জন খুন হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়