ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাদাপাথর লুটকারীরা বড় দলের কিংবা প্রশাসনের হলেও ছাড় পাবে না শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার কুবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় দুটি বাস সহ গ্রেফতার ২ নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি

উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি

প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ২৩ Time View

মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সিকিউরিটি আপডেট অপ্রত্যাশিতভাবে এসএসডি স্টোরেজে সমস্যা তৈরি করছে, যেখানে গত সপ্তাহের  কেবি৫০৬৩৮৭৮ প্যাচের সঙ্গে এই সমস্যার যোগসূত্র পাওয়া যাচ্ছে।

এই বাগের কারণে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা ড্রাইভ ত্রুটি ও সম্ভাব্য ডেটা হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পেটরি।

এক্স ব্যবহারকারী নেকোরুসুকির মতে, সর্বশেষ মাইক্রোসফট ডিফেন্ডার আপডেট এমন একটি বাগ তৈরি করেছে যা কিছু স্টোরেজ ড্রাইভকে অদৃশ্য করে দিচ্ছে। এ সমস্যা বড় আকারের ডেটা স্থানান্তরের সময় ঘটে (সাধারণত ৫০ জিবির বেশি), যখন ড্রাইভ ৬০ শতাংশের বেশি ভর্তি থাকে।

এই এসএসডি বাগ মূলত উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণ চালিত পিসিতে দেখা যাচ্ছে।

ওই ব্যবহারকারী উল্লেখ করেছেন, বাগটি বিশেষভাবে ফাইসন এনএএনডি কন্ট্রোলারকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। তবে রেডিট ব্যবহারকারীরা জানিয়েছেন, সমস্যাটি আডেটা এসপি৫৮০ এর মতো একাধিক এসএসডি ব্র্যান্ড ও মডেলে ঘটছে, এমনকি কিছু হার্ড ড্রাইভকেও (এইচডিডি) প্রভাবিত করতে পারে।

টম’স হার্ডওয়্যারে দেওয়া এক বিবৃতিতে ফাইসন বলেছে, ‘আমরা বুঝতে পারছি এটি কী ধরনের বিঘ্ন তৈরি করেছে ও শিল্প অংশীদারদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেছি।

আমরা পণ্যের মান ও আমাদের পার্টনার এবং ব্যবহারকারীদের সাফল্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ মুহূর্তে যেসব কন্ট্রোলার প্রভাবিত হতে পারে, সেগুলো পর্যালোচনায় রয়েছে ও আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি। প্রভাবিত অংশীদারদের সহায়তা দিতে ও প্রয়োজনীয় সমাধান নিশ্চিত করতে আমরা আপডেট ও পরামর্শ দিয়ে যাব।’

ব্যবহারকারীরা জানিয়েছে, সমস্যা হঠাৎ করে ঘটে, এটি স্লিপ মোড বা নির্দিষ্ট সিস্টেম ইভেন্টের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

তাছাড়া আক্রান্ত এসএসডিগুলো ফাইল এক্সপ্লোরার, ডিভাইস ম্যানেজার এমনকি বায়োস থেকেও অদৃশ্য হয়ে যায়। কিছু ড্রাইভ সিস্টেম রিবুটের পর আর ফিরে আসে না, ফলে ডেটা উদ্ধার করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে।

টেক রাডার জানিয়েছে, এ বাগ সম্পর্কে মাইক্রোসফট তাদের সঙ্গে যোগাযোগ করেছে। মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত ও আমাদের অংশীদারদের সঙ্গে তা তদন্ত করছি।’

তবে এর মধ্যে ক্ষতি এড়াতে আপডেট সাময়িকভাবে স্থগিত রাখতে ও গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিতে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সম্প্রতি মাইক্রোসফট একটি বাগ ঠিক করেছে, যা নেটওয়ার্ক শেয়ার থেকে উইন্ডোজ আপডেট স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার ব্যবহার করে আপডেট ইনস্টল করার সময় ব্যর্থ হচ্ছিল। এই সমস্যাটি উইন্ডোজ ১১ সংস্করণ ২৪এইচ২ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫ ব্যবহারকারীদের প্রভাবিত করেছিল।

Please Share This Post in Your Social Media

উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি

প্রযুক্তি ডেস্ক
Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সিকিউরিটি আপডেট অপ্রত্যাশিতভাবে এসএসডি স্টোরেজে সমস্যা তৈরি করছে, যেখানে গত সপ্তাহের  কেবি৫০৬৩৮৭৮ প্যাচের সঙ্গে এই সমস্যার যোগসূত্র পাওয়া যাচ্ছে।

এই বাগের কারণে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা ড্রাইভ ত্রুটি ও সম্ভাব্য ডেটা হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পেটরি।

এক্স ব্যবহারকারী নেকোরুসুকির মতে, সর্বশেষ মাইক্রোসফট ডিফেন্ডার আপডেট এমন একটি বাগ তৈরি করেছে যা কিছু স্টোরেজ ড্রাইভকে অদৃশ্য করে দিচ্ছে। এ সমস্যা বড় আকারের ডেটা স্থানান্তরের সময় ঘটে (সাধারণত ৫০ জিবির বেশি), যখন ড্রাইভ ৬০ শতাংশের বেশি ভর্তি থাকে।

এই এসএসডি বাগ মূলত উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণ চালিত পিসিতে দেখা যাচ্ছে।

ওই ব্যবহারকারী উল্লেখ করেছেন, বাগটি বিশেষভাবে ফাইসন এনএএনডি কন্ট্রোলারকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। তবে রেডিট ব্যবহারকারীরা জানিয়েছেন, সমস্যাটি আডেটা এসপি৫৮০ এর মতো একাধিক এসএসডি ব্র্যান্ড ও মডেলে ঘটছে, এমনকি কিছু হার্ড ড্রাইভকেও (এইচডিডি) প্রভাবিত করতে পারে।

টম’স হার্ডওয়্যারে দেওয়া এক বিবৃতিতে ফাইসন বলেছে, ‘আমরা বুঝতে পারছি এটি কী ধরনের বিঘ্ন তৈরি করেছে ও শিল্প অংশীদারদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেছি।

আমরা পণ্যের মান ও আমাদের পার্টনার এবং ব্যবহারকারীদের সাফল্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ মুহূর্তে যেসব কন্ট্রোলার প্রভাবিত হতে পারে, সেগুলো পর্যালোচনায় রয়েছে ও আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি। প্রভাবিত অংশীদারদের সহায়তা দিতে ও প্রয়োজনীয় সমাধান নিশ্চিত করতে আমরা আপডেট ও পরামর্শ দিয়ে যাব।’

ব্যবহারকারীরা জানিয়েছে, সমস্যা হঠাৎ করে ঘটে, এটি স্লিপ মোড বা নির্দিষ্ট সিস্টেম ইভেন্টের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

তাছাড়া আক্রান্ত এসএসডিগুলো ফাইল এক্সপ্লোরার, ডিভাইস ম্যানেজার এমনকি বায়োস থেকেও অদৃশ্য হয়ে যায়। কিছু ড্রাইভ সিস্টেম রিবুটের পর আর ফিরে আসে না, ফলে ডেটা উদ্ধার করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে।

টেক রাডার জানিয়েছে, এ বাগ সম্পর্কে মাইক্রোসফট তাদের সঙ্গে যোগাযোগ করেছে। মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত ও আমাদের অংশীদারদের সঙ্গে তা তদন্ত করছি।’

তবে এর মধ্যে ক্ষতি এড়াতে আপডেট সাময়িকভাবে স্থগিত রাখতে ও গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিতে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সম্প্রতি মাইক্রোসফট একটি বাগ ঠিক করেছে, যা নেটওয়ার্ক শেয়ার থেকে উইন্ডোজ আপডেট স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার ব্যবহার করে আপডেট ইনস্টল করার সময় ব্যর্থ হচ্ছিল। এই সমস্যাটি উইন্ডোজ ১১ সংস্করণ ২৪এইচ২ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫ ব্যবহারকারীদের প্রভাবিত করেছিল।