ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস

ঈদে ব্যাটারি গলির বাসিন্দাদের গল্পে ‘ফিমেল ৩’ নাটক

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ৯২৪ Time View

‘ফিমেল’ এবং ‘ফিমেল ২’ নাটকের পর এবার ঈদে ব্যাটারির গলির সেই সব বাসিন্দাদের গল্পে ‘ফিমেল ৩’ বানিয়েছেন নির্মাতা অমি। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। নাটকটির ১০ জন অভিনেতাকে নিয়ে মঙ্গলবার একটি পোস্টার প্রকাশিত হয়েছে!

পোস্টারে আছেন পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, মারজুক রাসেল, মুসাফির বাচ্চু, শিবলু, শিমুল, পাভেল, শরাফ আহমেদ জীবন এবং সুমন পাটোয়ারি।

ব্যাটারি গলিতে আগের মতো গ্যাঞ্জাম নেই। ঘটে যাওয়া দুটো বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছে ফিমেল (নারী) নিয়ে তারা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়াবে না। বিয়ে করে সংসারি হওয়ার সিদ্ধান্ত নেয় এতিম আকবর ও কুত্তা মিজান। কিন্তু এখান থেকেই ঝামেলা শুরু হয়। এতিম আকবর চায় কুত্তা মিজানের আগে বিয়ে করতে, অন্যদিকে কুত্তা মিজান চায় এতিম আকবরের আগে বিয়ে করে দেখিয়ে দিতে। তাদের দু’জনের প্রতিযোগিতার কারণে ঘটক শিবলু বিপাকে পড়ে যায়। ব্যাটারি গলিতে ঘটতে থাকা এ রকম নানা মজার ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ‘ফিমেল-৩’।

এর আগে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল’ ও ‘ফিমেল-২’ দারুণ দর্শকপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় ‘ফিমেল-৩’ নির্মাণ করছেন পরিচালক। এতে অভিনয় করছেন- মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি মুক্তি পাবে।

ইউটিউব থেকে কোটি দর্শক ফিমেল-এর দুই কিস্তি দেখেছে। তাদের কাছে এর প্রতিটি চরিত্রই উপভোগ্য। নতুন কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা, ফিমেল ৩ দর্শকদের মাতাবে!

‘ফিমেল’র নতুন সিক্যুয়াল প্রসঙ্গে পরিচালক অমি বলেন, দর্শক যখন বেশি চায় তখনই আমি সেই গল্প নিয়ে ভাবি। গল্প তৈরি করতে গিয়ে নিজে মজা পেলে সেই কাজটি করি। ‘ফিমেল ৩’ গল্প নিয়ে আমি নিজেও এক্সাইটেড। আশা করছি ভালো লাগবে দর্শকদের।
পরিচালক অমি বলেন, সেই চরিত্রগুলো এখন কে কী করছে কোথায় কেমন আছে সেগুলো নিয়ে কাজ করবো। ‘ফিমেল ৩’ ঈদের চতুর্থদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। পরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

ঈদে ব্যাটারি গলির বাসিন্দাদের গল্পে ‘ফিমেল ৩’ নাটক

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১০:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

‘ফিমেল’ এবং ‘ফিমেল ২’ নাটকের পর এবার ঈদে ব্যাটারির গলির সেই সব বাসিন্দাদের গল্পে ‘ফিমেল ৩’ বানিয়েছেন নির্মাতা অমি। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। নাটকটির ১০ জন অভিনেতাকে নিয়ে মঙ্গলবার একটি পোস্টার প্রকাশিত হয়েছে!

পোস্টারে আছেন পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, মারজুক রাসেল, মুসাফির বাচ্চু, শিবলু, শিমুল, পাভেল, শরাফ আহমেদ জীবন এবং সুমন পাটোয়ারি।

ব্যাটারি গলিতে আগের মতো গ্যাঞ্জাম নেই। ঘটে যাওয়া দুটো বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছে ফিমেল (নারী) নিয়ে তারা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়াবে না। বিয়ে করে সংসারি হওয়ার সিদ্ধান্ত নেয় এতিম আকবর ও কুত্তা মিজান। কিন্তু এখান থেকেই ঝামেলা শুরু হয়। এতিম আকবর চায় কুত্তা মিজানের আগে বিয়ে করতে, অন্যদিকে কুত্তা মিজান চায় এতিম আকবরের আগে বিয়ে করে দেখিয়ে দিতে। তাদের দু’জনের প্রতিযোগিতার কারণে ঘটক শিবলু বিপাকে পড়ে যায়। ব্যাটারি গলিতে ঘটতে থাকা এ রকম নানা মজার ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ‘ফিমেল-৩’।

এর আগে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল’ ও ‘ফিমেল-২’ দারুণ দর্শকপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় ‘ফিমেল-৩’ নির্মাণ করছেন পরিচালক। এতে অভিনয় করছেন- মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি মুক্তি পাবে।

ইউটিউব থেকে কোটি দর্শক ফিমেল-এর দুই কিস্তি দেখেছে। তাদের কাছে এর প্রতিটি চরিত্রই উপভোগ্য। নতুন কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা, ফিমেল ৩ দর্শকদের মাতাবে!

‘ফিমেল’র নতুন সিক্যুয়াল প্রসঙ্গে পরিচালক অমি বলেন, দর্শক যখন বেশি চায় তখনই আমি সেই গল্প নিয়ে ভাবি। গল্প তৈরি করতে গিয়ে নিজে মজা পেলে সেই কাজটি করি। ‘ফিমেল ৩’ গল্প নিয়ে আমি নিজেও এক্সাইটেড। আশা করছি ভালো লাগবে দর্শকদের।
পরিচালক অমি বলেন, সেই চরিত্রগুলো এখন কে কী করছে কোথায় কেমন আছে সেগুলো নিয়ে কাজ করবো। ‘ফিমেল ৩’ ঈদের চতুর্থদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। পরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে।