ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের প্রতিবাদ “চব্বিশ-এক ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে, বাংলায় আরেক ফ্যাসিবাদ ফিরলে ছাত্রজনতা ঘরে বসে থাকবে না” নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শেকৃবি শিক্ষার্থীরা টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল যুবসমাজ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৮:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ২০৪ Time View

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২১ দিনের ছুটিতে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী পহেলা জুন (রবিবার) থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ২১ জুন (শনিবার)। তবে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ১৭ জুন থেকেই।

মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১ জুন (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৯ জুন (বৃহস্পতিবার) ছুটি শেষ হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার, শনিবার) থাকায় ২২ জুন (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।’

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীরা চাইলে আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট হলের অফিস কক্ষে শিক্ষার্থীদের নাম লিপিবদ্ধ করতে হবে।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের নিয়ে গঠিত প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন বলেন, ‘ক্যাম্পাস যেদিন বন্ধ হবে ঐদিন থেকেই হলও বন্ধ থাকবে। হলের প্রশাসনিক কাজ, হলের ফ্যাসিলিটিজ ও ডাইনিং বন্ধ থাকবে। তবে কোনো শিক্ষার্থী যদি হলে অবস্থান করতে চায়, তাহলে তাকে পূর্বের মতো হলের রেজিস্ট্রি খাতায় নাম রেজিস্ট্রেশন করতে হবে।’

Please Share This Post in Your Social Media

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

কুবি প্রতিনিধি
Update Time : ০৮:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২১ দিনের ছুটিতে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী পহেলা জুন (রবিবার) থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ২১ জুন (শনিবার)। তবে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ১৭ জুন থেকেই।

মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১ জুন (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৯ জুন (বৃহস্পতিবার) ছুটি শেষ হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার, শনিবার) থাকায় ২২ জুন (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।’

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীরা চাইলে আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট হলের অফিস কক্ষে শিক্ষার্থীদের নাম লিপিবদ্ধ করতে হবে।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের নিয়ে গঠিত প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন বলেন, ‘ক্যাম্পাস যেদিন বন্ধ হবে ঐদিন থেকেই হলও বন্ধ থাকবে। হলের প্রশাসনিক কাজ, হলের ফ্যাসিলিটিজ ও ডাইনিং বন্ধ থাকবে। তবে কোনো শিক্ষার্থী যদি হলে অবস্থান করতে চায়, তাহলে তাকে পূর্বের মতো হলের রেজিস্ট্রি খাতায় নাম রেজিস্ট্রেশন করতে হবে।’