ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির
- Update Time : ১১:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৩২ Time View
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। বুধবার নির্বাচন ভবনে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এ প্রস্তাব দেন।
তিনি বলেন, সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকেরা হবেন। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।
সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে ইসির নিজস্ব কর্মকর্তাদের এই দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































