ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্য নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৪৫ Time View

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বের্শেবাতে বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ মহিলা নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল রোববার শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে সন্দেহজনক সন্ত্রাসী হামলা হিসাবে অভিহিত করেছে পুলিশ। তবে ঘটনাস্থলেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

ইসরায়েলি জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই হামলাকারীকে নিরস্ত করা হয়েছে। এটিকে একটি ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, হামলায় অনেকে আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তারা এটিকে ‘অভিজাত’ বলে আখ্যায়িত করেছে এবং বলেছে, এই আক্রমণ ফিলিস্তিনের জনগণ, ভূমি ও পবিত্র স্থান রক্ষার জন্য এসেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার অধিকাংশই বেসামরিক নাগরিক।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ইসরায়েলে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্য নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বের্শেবাতে বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ মহিলা নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল রোববার শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে সন্দেহজনক সন্ত্রাসী হামলা হিসাবে অভিহিত করেছে পুলিশ। তবে ঘটনাস্থলেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

ইসরায়েলি জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই হামলাকারীকে নিরস্ত করা হয়েছে। এটিকে একটি ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, হামলায় অনেকে আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তারা এটিকে ‘অভিজাত’ বলে আখ্যায়িত করেছে এবং বলেছে, এই আক্রমণ ফিলিস্তিনের জনগণ, ভূমি ও পবিত্র স্থান রক্ষার জন্য এসেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার অধিকাংশই বেসামরিক নাগরিক।

নওরোজ/এসএইচ