ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয়

ইসরায়েলি হামলায় ইরানে ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ১৮৬ Time View

ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় চার সেনা নিহত হয়েছেন। এছাড়া কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, ইরান ও তার মিত্রদের মাসের পর মাস ধরে চলা আক্রমণের জবাবে এই পদক্ষেপ নিয়েছে তারা।

ইরানের প্রতিরক্ষা সদরদপ্তরের এক বিবৃতি অনুযায়ী, ইলাম, খুজেস্তান এবং তেহরান প্রদেশে অবস্থিত ঘাঁটিগুলোতে হামলা হলেও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ফলে হামলার প্রভাব সীমিত ছিল এবং কেবল কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে,এই ঘটনায় চারজন সেনা মারা গেছেন বলে ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে।

তেহরানে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইসরায়েলের হামলা ইরানের উত্তরে, পূর্বে এবং দক্ষিণে বিস্তৃত বিভিন্ন স্থাপনায় পরিচালিত হলেও মূল আক্রমণের কেন্দ্র ছিল তেহরান। হামলার লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোনগুলো।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও) জানায়, দেশে বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং কোনো বিমানবন্দর আক্রান্ত হয়নি।

এদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ও এর মিত্ররা গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের প্রতিক্রিয়া জানানো অধিকার ও কর্তব্য রয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের সীমান্ত রক্ষায় কোনো সীমা নেই। তিনি বলেছেন, নিজেদের রক্ষা করার ক্ষেত্রে ইরান সংকল্পে কোনো সীমাবদ্ধতা দেখায়নি। তাদের মাটিতে হামলার পর তারা আত্মরক্ষার অধিকার ও বাধ্যবাধকতা অনুভব করে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ইসরায়েলি হামলায় ইরানে ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় চার সেনা নিহত হয়েছেন। এছাড়া কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, ইরান ও তার মিত্রদের মাসের পর মাস ধরে চলা আক্রমণের জবাবে এই পদক্ষেপ নিয়েছে তারা।

ইরানের প্রতিরক্ষা সদরদপ্তরের এক বিবৃতি অনুযায়ী, ইলাম, খুজেস্তান এবং তেহরান প্রদেশে অবস্থিত ঘাঁটিগুলোতে হামলা হলেও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ফলে হামলার প্রভাব সীমিত ছিল এবং কেবল কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে,এই ঘটনায় চারজন সেনা মারা গেছেন বলে ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে।

তেহরানে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইসরায়েলের হামলা ইরানের উত্তরে, পূর্বে এবং দক্ষিণে বিস্তৃত বিভিন্ন স্থাপনায় পরিচালিত হলেও মূল আক্রমণের কেন্দ্র ছিল তেহরান। হামলার লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোনগুলো।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও) জানায়, দেশে বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং কোনো বিমানবন্দর আক্রান্ত হয়নি।

এদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ও এর মিত্ররা গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের প্রতিক্রিয়া জানানো অধিকার ও কর্তব্য রয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের সীমান্ত রক্ষায় কোনো সীমা নেই। তিনি বলেছেন, নিজেদের রক্ষা করার ক্ষেত্রে ইরান সংকল্পে কোনো সীমাবদ্ধতা দেখায়নি। তাদের মাটিতে হামলার পর তারা আত্মরক্ষার অধিকার ও বাধ্যবাধকতা অনুভব করে।

নওরোজ/এসএইচ