ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ২৯

- Update Time : ০১:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ১২৯ Time View
ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় ২৯ জন নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) চালানো বিমান হামলায় এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, জাবালিয়া এলাকার আরও গভীরে ঢুকে পড়েছে ইসরায়েল বাহিনী। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে এখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জাবালিয়ায় বড় একটি শরণার্থী শিবির রয়েছে। সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা ক্রমশ উত্তরের দিকে ঢুকে পড়ছে।
চিকিৎসকেরা জানিয়েছন, শনিবার দিনভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত ২৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযোগ, হামাস যোদ্ধারা বেসমারিক ভবনগুলোতে লুকিয়ে থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। এমনকি তারা আত্মরক্ষার জন্য কামাল আদওয়ান হাসাপাতাও ব্যবহার করেছে। এ জন্য এসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
নওরোজ/এসএইচ