ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ১৩৮ Time View

ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। তারা ইসকনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সংগঠনটি ইসলাম ও মুসলমানদের অবমাননা করে আসছে, যা দেশের শান্তি প্রিয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

আশরাফুল ইসলাম নাদিম, মুহাম্মাদ মুযাক্কির হুসাইন, মো:বরকতুল্লাহ, শেখ মুদ্দাছির তুসি, মো. কামরুজ্জামান, মো. জাকির হুসাইম, স্থানীয় ছাত্র নেতা গণ ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসকনের কর্মকাণ্ড দেশের সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতাকে নষ্ট করছে। তারা অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, “ধর্ম নিয়ে খেললে কোনো ধর্মের মানুষই চুপ থাকবে না। ইসকনের এই কর্মকাণ্ড বন্ধ না হলে দেশের সর্বত্র আন্দোলন গড়ে উঠবে।”

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। তারা ইসকনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সংগঠনটি ইসলাম ও মুসলমানদের অবমাননা করে আসছে, যা দেশের শান্তি প্রিয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

আশরাফুল ইসলাম নাদিম, মুহাম্মাদ মুযাক্কির হুসাইন, মো:বরকতুল্লাহ, শেখ মুদ্দাছির তুসি, মো. কামরুজ্জামান, মো. জাকির হুসাইম, স্থানীয় ছাত্র নেতা গণ ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসকনের কর্মকাণ্ড দেশের সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতাকে নষ্ট করছে। তারা অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, “ধর্ম নিয়ে খেললে কোনো ধর্মের মানুষই চুপ থাকবে না। ইসকনের এই কর্মকাণ্ড বন্ধ না হলে দেশের সর্বত্র আন্দোলন গড়ে উঠবে।”

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।