ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি

- Update Time : ১০:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৭ Time View
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবি ক্রমেই বাড়ছে। বুধবার ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী উল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে নগরভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। এছাড়া ডেমরা থানা বিএনপির নেতাকর্মী এবং নগরবাসী আরও কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
এ বিষয়ে শুক্রবার ডেমরা থানা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করে থানা বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী। দাবি পূরণ না হলে সভায় ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় উপস্থিত নগরবাসী এবং বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত প্রশাসকের চেয়ে নির্বাচিত মেয়র পারেন এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে। একজন প্রশাসক এলাকার কোনো খোঁজখবর রাখেন না। মহানগরের অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। তাই উন্নয়নের জন্য নির্বাচিত মেয়র ইশরাককে দ্রুত পদে বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের আহ্বান জানান তারা।
রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, নির্বাচিত মেয়র ইশরাককে তার প্রাপ্য অধিকার পদে বাসানোর জন্য আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী। না হলে ডেমরা থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ঢাকা ব্লকড কর্মসূচি পালন করতে বাধ্য হবো। বিএনপি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এখনো পর্যন্ত অপেক্ষা করে আসছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নগরবাসী তাদের দাবি আদায়ের লক্ষ্যে সড়কে নেমে আসতে বাধ্য হবে।