ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার

শরিফুল হক পাভেল
  • Update Time : ০৯:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৫ Time View

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ বশির (২৮), মোঃ জাবেদ (৩০) ও মোঃ জুয়েল (৩২)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় সোমবার (২১ অক্টোবর) বাদী মোঃ কামাল হোসেন (৪০) ডিএমপির হাজারীবাগ থানায় একটি চুরির মামলা রুজু করেন। মামলা সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে হাজারীবাগ বাজার মসজিদ মার্কেটে “গোল্ডেন প্লাস ইলেকট্রনিক্স” এর একটি দোকানের টিনের চাল কেটে দোকানে থাকা ৫টি টেলিভিশন, ১টি সিসি ক্যামেরা ও নগদ টাকাসহ বেশকিছু ইলেক্ট্রনিক্স দ্রবাদি চুরি হয়। ওই দোকানের সেলসম্যান বাদী মোঃ কামাল হোসেন তাৎক্ষনিক তার মালিক মাসুদ রহমানকে বিষয়টি অবগত করেন।

বাদী ও দোকানের মালিক আশপাশের অন্যান্য ডিলারদের সাথে আলাপ আলোচনা করে চোরকে সনাক্ত ও চোরাইকৃত মালামাল উদ্ধার করার জন্য ডিলারদের নিয়ে খোঁজ করতে থাকেন। পরবর্তী সময়ে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারেন বশির নামের একজন তাদের ইলেক্ট্রনিকস দোকানে চুরি করেছে।

বাদী ঘটনার বিষয়টি ২০ অক্টোবর ২০২৪ হাজারীবাগ থানা পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বশিরের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে ২১ অক্টোবর রাত ৩ টার দিকে কামরাঙ্গীচর থানা পুলিশের সহায়তায় কামরাঙ্গীচরের মাহাদীনগরের একটি বাসা থেকে বশিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বশির চুরির কথা স্বীকার করে এবং তার দেখানো মতে তার হেফাজত থেকে ওই দোকান থেকে চুরি হওয়া দুটি ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন উদ্ধার করে পুলিশ। বশিরের দেওয়া তথ্যের ভিত্তিতে তখনই পুলিশ তার সহযোগী মোঃ জাবেদ নামে আরো একজনকে গ্রেফতার করে। বশির ও জাবেদ জানায় চুরি হওয়া অন্যান্য মালামাল তারা হাজারীবাগের জুয়েল নামের একজনের কাছে বিক্রি করেছে।

পুলিশ তখন হাজারীবাগের বোরহানপুরের একটি বাসা থেকে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৫ টার দিকে জুয়েলকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ওই দোকান থেকে চুরি হওয়া তিনটি ৩২ ইঞ্চি ভিশন টেলিভিশন উদ্ধার করে।

হাজারীবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার

শরিফুল হক পাভেল
Update Time : ০৯:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ বশির (২৮), মোঃ জাবেদ (৩০) ও মোঃ জুয়েল (৩২)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় সোমবার (২১ অক্টোবর) বাদী মোঃ কামাল হোসেন (৪০) ডিএমপির হাজারীবাগ থানায় একটি চুরির মামলা রুজু করেন। মামলা সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে হাজারীবাগ বাজার মসজিদ মার্কেটে “গোল্ডেন প্লাস ইলেকট্রনিক্স” এর একটি দোকানের টিনের চাল কেটে দোকানে থাকা ৫টি টেলিভিশন, ১টি সিসি ক্যামেরা ও নগদ টাকাসহ বেশকিছু ইলেক্ট্রনিক্স দ্রবাদি চুরি হয়। ওই দোকানের সেলসম্যান বাদী মোঃ কামাল হোসেন তাৎক্ষনিক তার মালিক মাসুদ রহমানকে বিষয়টি অবগত করেন।

বাদী ও দোকানের মালিক আশপাশের অন্যান্য ডিলারদের সাথে আলাপ আলোচনা করে চোরকে সনাক্ত ও চোরাইকৃত মালামাল উদ্ধার করার জন্য ডিলারদের নিয়ে খোঁজ করতে থাকেন। পরবর্তী সময়ে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারেন বশির নামের একজন তাদের ইলেক্ট্রনিকস দোকানে চুরি করেছে।

বাদী ঘটনার বিষয়টি ২০ অক্টোবর ২০২৪ হাজারীবাগ থানা পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বশিরের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে ২১ অক্টোবর রাত ৩ টার দিকে কামরাঙ্গীচর থানা পুলিশের সহায়তায় কামরাঙ্গীচরের মাহাদীনগরের একটি বাসা থেকে বশিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বশির চুরির কথা স্বীকার করে এবং তার দেখানো মতে তার হেফাজত থেকে ওই দোকান থেকে চুরি হওয়া দুটি ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন উদ্ধার করে পুলিশ। বশিরের দেওয়া তথ্যের ভিত্তিতে তখনই পুলিশ তার সহযোগী মোঃ জাবেদ নামে আরো একজনকে গ্রেফতার করে। বশির ও জাবেদ জানায় চুরি হওয়া অন্যান্য মালামাল তারা হাজারীবাগের জুয়েল নামের একজনের কাছে বিক্রি করেছে।

পুলিশ তখন হাজারীবাগের বোরহানপুরের একটি বাসা থেকে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৫ টার দিকে জুয়েলকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ওই দোকান থেকে চুরি হওয়া তিনটি ৩২ ইঞ্চি ভিশন টেলিভিশন উদ্ধার করে।

হাজারীবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।