ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
মার্কিন-ইসরাইল আগ্রাসন

ইরানে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৭:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ২১৯ Time View

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে দখলদার ইসরাইলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ থেকে যুদ্ধবিরোধী স্লোগানে ফুঁসে ওঠেন মুসল্লিগণ। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা।

শুক্রবার (২০ জুন) বাদ জুমা রংপুর নগরীর শাপলা চত্বর হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আশরাফিয়া জামে মসজিদের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ইরানে ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।

পরে, সেখান থেকে আশরাফিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম জিহাদীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী।

মিছিলটি নগরীর শাপলা চত্বর থেকে গ্রান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড় ও প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষোভকারী মুসল্লিগণ।

বিক্ষোভকারীরা বলেন, ইসরাইল যে পারমাণবিক বোমা বা অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই।

এর আগেও মিথ্যা অজুহাতে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন, ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ পশ্চিমা বিশ্ব হামলা চালিয়েছে। একের পর এক মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পারমাণবিক বোমা নয় তাদের টার্গেট মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা। মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করা। এসময় ইরানে জায়নিস্ট হামলার নিন্দা জানান তারা।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, মানবাধিকারকর্মী আবু মুসা তুষার, ব্যবসায়ী ও সংগঠক আরিফুজ্জামান আরিফ, শিক্ষার্থী নাজমুল হাসান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

মার্কিন-ইসরাইল আগ্রাসন

ইরানে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৭:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে দখলদার ইসরাইলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ থেকে যুদ্ধবিরোধী স্লোগানে ফুঁসে ওঠেন মুসল্লিগণ। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা।

শুক্রবার (২০ জুন) বাদ জুমা রংপুর নগরীর শাপলা চত্বর হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আশরাফিয়া জামে মসজিদের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ইরানে ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।

পরে, সেখান থেকে আশরাফিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম জিহাদীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী।

মিছিলটি নগরীর শাপলা চত্বর থেকে গ্রান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড় ও প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষোভকারী মুসল্লিগণ।

বিক্ষোভকারীরা বলেন, ইসরাইল যে পারমাণবিক বোমা বা অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই।

এর আগেও মিথ্যা অজুহাতে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন, ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ পশ্চিমা বিশ্ব হামলা চালিয়েছে। একের পর এক মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পারমাণবিক বোমা নয় তাদের টার্গেট মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা। মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করা। এসময় ইরানে জায়নিস্ট হামলার নিন্দা জানান তারা।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, মানবাধিকারকর্মী আবু মুসা তুষার, ব্যবসায়ী ও সংগঠক আরিফুজ্জামান আরিফ, শিক্ষার্থী নাজমুল হাসান বক্তব্য রাখেন।