ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩০

- Update Time : ০২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৯ Time View
ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। এ ছাড়া অনেক শ্রমিক ভিতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরনা নিউজ এজেন্সি স্থানীয় সময় রোববার জানিয়েছে, রাজধানী তেহরান থেকে ৫৪০ (৩৩৫ মাইল) কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাবাস এলাকায় একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর রাতে) ওই কয়লা খনির একটি টানেলে কমপক্ষে ৬৯ জন কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই সেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে পরবর্তীতে জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে ২৪ জন এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন। এছাড়া আরও ২৮ জন সেখান থেকে বের হতে সক্ষম হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানের খনি শিল্পে এমন দুর্ঘটনা এটিই প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনি দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বিভিন্ন ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হন। ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল।
তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত হলেও ইরানের খনিগুলো থেকে প্রতি বছর ১৮ লাখ টন কয়লা উত্তোলন করা হয়। কিন্তু খনি এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি পরিষেবা না থাকায় প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
নওরোজ/এসএইচ