ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ১৮ Time View

ইসরায়েল গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। এখন তাণ্ডব চালাচ্ছে লেবাননে। একে একে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ নেতা ও কমান্ডারদেরও। এর জবাবে তেলআবিবকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান। ঠিক এ কারণে উপসাগরীয় দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যেসব কোম্পানি ও বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে জড়িত সেগুলোর ওপর নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ১ অক্টোবর ইরানের নজিরবিহীন হামলার পর, মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, ইরানের হামলার জন্য তাকে পরিণতি ভোগ করতে হবে।

সেই লক্ষ্যে, যাতে ইরানের সরকার তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করতে প্রয়োজনীয় অর্থসরবরাহ করতে না পারে সেজন্য তাদের রাজস্বের প্রবাহ কমাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এতে করে তেহরান তার ‘সন্ত্রাসবাদী কাজের’ অংশীদারদের অর্থ দিয়ে সহায়তা করতে পারবে না।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞায় ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজ রয়েছে যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার হয়ে থাকে।

স্টেট ডিপার্টমেন্ট থেকে আরও জানানো হয়েছে, যারা ইরানের পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল খাতে কাজ করবেন এমন ব্যক্তিদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ইসরায়েল গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। এখন তাণ্ডব চালাচ্ছে লেবাননে। একে একে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ নেতা ও কমান্ডারদেরও। এর জবাবে তেলআবিবকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান। ঠিক এ কারণে উপসাগরীয় দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যেসব কোম্পানি ও বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে জড়িত সেগুলোর ওপর নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ১ অক্টোবর ইরানের নজিরবিহীন হামলার পর, মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, ইরানের হামলার জন্য তাকে পরিণতি ভোগ করতে হবে।

সেই লক্ষ্যে, যাতে ইরানের সরকার তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করতে প্রয়োজনীয় অর্থসরবরাহ করতে না পারে সেজন্য তাদের রাজস্বের প্রবাহ কমাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এতে করে তেহরান তার ‘সন্ত্রাসবাদী কাজের’ অংশীদারদের অর্থ দিয়ে সহায়তা করতে পারবে না।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞায় ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজ রয়েছে যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার হয়ে থাকে।

স্টেট ডিপার্টমেন্ট থেকে আরও জানানো হয়েছে, যারা ইরানের পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল খাতে কাজ করবেন এমন ব্যক্তিদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

নওরোজ/এসএইচ