ইরানের ওপর ফের ৩ দেশের নিষেধাজ্ঞার ঘোষণা
- Update Time : ১২:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৩২৭ Time View
ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স-জার্মানি ও যুক্তরাজ্য। পারমাণবিক চুক্তির শর্তপূরণ না করার অভিযোগে এ কঠোরতা আরোপ হতে যাচ্ছে।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ই-৩ হিসেবে পরিচিত। দেশগুলো সামরিকভাবেও শক্তিশালী। তেহরানের বিরুদ্ধে অভিযোগে তারা বলেছে, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ধারা ভঙ্গ করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। ইরান আগামী ৩০ দিনের মধ্যে ওই তিন দেশের শর্ত না মানলে তা কার্যকর হওয়া শুরু হবে।
যদিও ইরান এ ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে। গত সপ্তাহে দেশটির নীতিনির্ধারকরা বলেছেন, ইউরোপের দেশগুলো আবার নিষেধাজ্ঞা সক্রিয় করলে তারা পাল্টা ব্যবস্থা নেবেন।
জানা গেছে, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গত কয়েকদিন ধরে দেশগুলোর একাধিক বৈঠক হয়েছে। সেখানে কোনো সমাধান না হওয়ায় তেহরানের ওপর আবারও নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় দেশগুলো। তবে তার আগে ইরানকে সময় দেওয়ারও ঘোষণা আসে।
২০২৫ সালের অক্টোবরে ইরানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ এ দেশগুলো ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে। এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা। পশ্চিমারা বলছে, ইরান শান্তির আড়ালে সামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়, যা বিশ্বের জন্য হুমকি। বিশেষ করে, ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় মধ্যপ্রাচ্যে ইরানকে সামরিকভাবে নিষ্ক্রিয় রাখতে চায় যুক্তরাষ্ট্র।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়













































































































































































