ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব
- Update Time : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২৪ Time View
দক্ষিণ ইয়েমেনের চলমান রাজনৈতিক ও সামরিক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদে দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি ‘সংলাপের’ আয়োজন করা হবে।
সৌদি আরব সব দক্ষিণাঞ্চলীয় পক্ষকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় দক্ষিণ ইয়েমেনের সকল পক্ষকে একত্রিত করে দক্ষিণাঞ্চলীয় সমস্যার ন্যায্য সমাধান নিয়ে আলোচনা করার জন্য, রিয়াদে একটি ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপের’ আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই সংলাপ আয়োজনের অনুরোধ ইয়েমেনি সরকারের কাছ থেকে এসেছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে, পাশাপাশি প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছে।
এই দলগুলোর মধ্যে একটি, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি), এখন স্বাধীনতা ঘোষণা করার এবং একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের জন্য চাপ দিচ্ছে, যা আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্রতম রাষ্ট্রটিকে দুটি ভাগে বিভক্ত করবে।
এদিকে সাম্প্রতিক সময়ে বিশাল এলাকা দখলকারী এসটিসি দক্ষিণে একটি রাজ্য প্রতিষ্ঠার জন্য দুই বছরের অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
বিচ্ছিন্নতাবাদীরা জানায়, শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে।
ইয়েমেনের উত্তর থেকে হুথি বিদ্রোহীদের বিতাড়িত করার লক্ষ্যে ২০১৫ সালে সৌদি-সমর্থিত জোট গঠিত হয়। কিন্তু এক দশক ধরে চলা নৃশংস গৃহযুদ্ধের পর, হুথিরা এখনও টিকে আছে। যখন সৌদি ও আমিরাত-সমর্থিত দলগুলো দক্ষিণে একে অপরের মদদপুষ্টদের ওপর হামলা চালাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়














































































































