ইবি থানা স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ

- Update Time : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৫ Time View
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে অবস্থিত ইবি থানা স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ করছেন এলাকাবাসী এবং স্থানীয়দের সাথে সহমত প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসীরা।
আন্দোলনকারীরা বলেন , ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে আমরা ঝাউদিয়ায় নিয়ে যেতে দিবো না। দায়িত্বশীল পর্যায়ের কেউ এসে কথা বললে শর্তসাপেক্ষে অবরোধ বন্ধ করে দেওয়া হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, অন্তত ৫ টি ইউনিয়নের মানুষের একটি দাবিতে এখানে আমরা দাঁড়েছি। ইবি থানাকে ঝাউদিয়া নেয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কখনও এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবো না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আপনারা প্রয়োজনে অন্যভাবে ঝাউদিয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের থানা স্থানান্তর করা যাবে না। এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি জড়িত।