ইবির শিক্ষার্থী বহনকারী বাস উল্টে অর্ধশতাধিক আহত

- Update Time : ০১:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে গেলে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর আহতদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসাকেন্দ্রে এবং গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, “একজন শিক্ষার্থীর আঘাত গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের ইনচার্জ মিজানুর রহমান বলেন, “আমরা আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে এসেছি। প্রাথমিকভাবে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
ইবি থানার ওসি জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। আল্লাহর রহমতে কেউ নিহত হয়নি, তবে সবাই কমবেশি আহত হয়েছেন।”