ইবির নতুন উপাচার্য ঢাবির প্রফেসর নকীব মোহাম্মদ নসরুল্লাহ

- Update Time : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯৭ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আগামী ৪ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। উপাচার্য পদ শূন্য হওয়ার প্রায় দেড় মাস পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়া হলো।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।