ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে স্থায়ী শ্রেণীকক্ষ নিশ্চিতের দাবিতে তিন বিভাগের অবস্থান কর্মসূচি 

মোঃ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিনিধি
  • Update Time : ০৪:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ১৫ Time View

Exif_JPEG_420

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা স্থায়ী শ্রেণীকক্ষ বরাদ্দের দাবিতে আজ শনিবার প্রশাসন ভবনের সামনে ত্রিমুখী অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা স্থায়ীভাবে শ্রেণীকক্ষ বরাদ্দের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।

 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে কিছু রুম বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তবে তার মেয়াদকালে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং পরবর্তীতে ফোকলোর স্টাডিজ বিভাগ সেই রুমগুলো দখলে নেয়। এতে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীকক্ষের  স্থায়ী কক্ষ বরাদ্দের দাবিতে আন্দোলনে নামেন।

 

 

এ প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘রবীন্দ্র-নজরুল কলা ভবনের রুম বন্টনের দায়িত্বে ছিলেন কলা অনুষদের ডিন, তবে তিনি বর্তমানে ক্যাম্পাসে নেই। তিনি ফিরলে তিন বিভাগের সভাপতিদের সাথে নিয়ে যৌক্তিক সমাধানের চেষ্টা করবো।’ এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং তিন বিভাগের সভাপতি ও সাধারণ শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

ইবিতে স্থায়ী শ্রেণীকক্ষ নিশ্চিতের দাবিতে তিন বিভাগের অবস্থান কর্মসূচি 

মোঃ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিনিধি
Update Time : ০৪:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা স্থায়ী শ্রেণীকক্ষ বরাদ্দের দাবিতে আজ শনিবার প্রশাসন ভবনের সামনে ত্রিমুখী অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা স্থায়ীভাবে শ্রেণীকক্ষ বরাদ্দের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।

 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে কিছু রুম বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তবে তার মেয়াদকালে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং পরবর্তীতে ফোকলোর স্টাডিজ বিভাগ সেই রুমগুলো দখলে নেয়। এতে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীকক্ষের  স্থায়ী কক্ষ বরাদ্দের দাবিতে আন্দোলনে নামেন।

 

 

এ প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘রবীন্দ্র-নজরুল কলা ভবনের রুম বন্টনের দায়িত্বে ছিলেন কলা অনুষদের ডিন, তবে তিনি বর্তমানে ক্যাম্পাসে নেই। তিনি ফিরলে তিন বিভাগের সভাপতিদের সাথে নিয়ে যৌক্তিক সমাধানের চেষ্টা করবো।’ এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং তিন বিভাগের সভাপতি ও সাধারণ শিক্ষার্থীরা।