ইবিতে সাংবাদিকতার নতুন মাইলফলক, ভিসির সমানাধিকার নীতি

- Update Time : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ৫৯ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, “আমার কোনো ব্যক্তিগত সাংবাদিক গ্রুপ থাকবে না। তবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকল সাংবাদিক আমার কাছে সমানভাবে অ্যাক্সেস পাবে।”
শনিবার (৭ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪’-এর ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতৃবৃন্দ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, “প্রশাসনের কিছু সুবিধাবাদী ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিষ্কলুষ মন কলুষিত করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে সাংবাদিকদের দূষিত করার কোনো প্রচেষ্টা থাকবে না। তোমরা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরবে। আমার ভুল ধরিয়ে দেবে, এতে আমার কোনো আপত্তি থাকবে না।”
তিনি আরও বলেন,” বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার কাজ সত্যকে তুলে ধরা। এখানে কোনো অসততা, স্বেচ্ছাচারিতা বা লেজুড়বৃত্তির স্থান নেই। সাংবাদিকদের উচিত সত্য অনুসন্ধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ইমেজ গড়ে তোলা।”
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,” বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যার বিষয়ে সাংবাদিকরা মৌখিকভাবে প্রশাসনকে জানালে তা সমাধানের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পজিটিভ ইমেজ তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানাই।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়