ইবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত

- Update Time : ১০:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বৃহস্পতিবার রাত ১২:০১ মিনিটে (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তাঁর সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে একই দিনে রাত ১১:৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর থেকে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।
দিবসটি উপলক্ষে ২১-২৩ ফেব্রুয়ারি বাংলা মঞ্চ চত্বরে তিন দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন সকালে উপাচার্য দিবসটি উপলক্ষে বইমেলার উদ্বোধন করেন।
এছাড়া, দিবসটি উপলক্ষে একই দিন বিকেল ৩:৩০ মিনিটে বাংলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান।
এ সময় উপাচার্য ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে একুশে সংকলনের মোড়ক উন্মোচন করেন।