ইবিতে বিভাগের নাম পরিবর্তন ইস্যুতে দুই পক্ষের অবস্থান কর্মসূচি

- Update Time : ১১:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ২৬ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম অপরিবর্তিত রাখা ও ‘এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি’ নাম বাস্তবায়নের দাবিতে দুই পক্ষের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ।
‘জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট’ নাম বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা বিভাগীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও অপপ্রচার বন্ধের দাবি জানান। অন্যদিকে, ‘এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি’ নাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, প্রশাসন তালবাহানা করলে মহাসড়ক অবরোধ ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ‘আজকের সিন্ডিকেটে সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি এজেন্ডা ভুক্ত করা হয়েছে। সেখানে সবার আলোচনা ও মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে। সেখানে শিক্ষার্থীদের কল্যাণে সকল বিষয় বিবেচনা করা হবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়