ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী ৭ শিক্ষক সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি
  • Update Time : ০৯:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ৪৫ Time View

জুলাই অভ্যুত্থানে বিরোধিতায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক সাতটি অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হয়।

বরখাস্তের চিঠি পাওয়া শিক্ষকরা হলেন— বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন ও অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা বানু, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মণ ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব সময়কালীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ফলে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে আপনাদেরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনাকে জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।

প্রসঙ্গত, ইতোপূর্বে একই কারণে ইবির ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, ইতিপূর্বে একই কারণে ইবির ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে সাময়িক বরখাস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

ইবিতে জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী ৭ শিক্ষক সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি
Update Time : ০৯:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানে বিরোধিতায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক সাতটি অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হয়।

বরখাস্তের চিঠি পাওয়া শিক্ষকরা হলেন— বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন ও অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা বানু, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মণ ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব সময়কালীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ফলে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে আপনাদেরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনাকে জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।

প্রসঙ্গত, ইতোপূর্বে একই কারণে ইবির ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, ইতিপূর্বে একই কারণে ইবির ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে সাময়িক বরখাস্ত করা হয়।